কবিতা | মুক্তধারা
একটা কুহু -ডাক
প্রবীর বন্দ্যোপাধ্যায়
সমস্ত সহ্যশক্তি উজার করে
ভোর আঁকি__নাতিশীতোষ্ণ সম্পর্কগুলোকে বলি মুখর হও
ভোর টুপটুপ করে চোখের জল ফেলে!
কারা যেন পাশের পাড়ার ধৈর্য কেড়ে নিল
বাতাসে আর আশেপাশে হল্লা হল খুব
কিছু মানুষ আত্মবিশ্বাস
বুকে নিয়ে মাঠে নেমে এল:
কেউ বলল যেভাবে হোক পতন রুখতে হবে
কেউ বলল আজ অন্ধ হলে
আগামীর সব ধ্বংস হবে__
একটা পাখি মগডালে
কুহু ডেকে বাহবা ছড়াল...
Comments :0