POETRY | SABITA BISWAS | DHIK GURU — 2025 JANUARY 7

কবিতা | সবিতা বিশ্বাস | ধিক্ ধিক্ গুরু — মুক্তধারা — ২০২৫ জানুয়ারি ৭

সাহিত্যের পাতা

POETRY  SABITA BISWAS  DHIK GURU  2025 JANUARY 7

কবিতা | মুক্তধারা

ধিক্ ধিক্ গুরু

সবিতা বিশ্বাস

 

গুরু বলেছিলেন ধর্মে বিশ্বাস রাখ

 অধর্মের পথে হাঁটিস না কক্ষনো 

"সবার উপরে মানুষ সত্য”, তাই - 

মানুষের সেবাতেই মোক্ষলাভ জেনো

গুরু নাম লয়ে পথ চলেছি একা একা 

অন্ধ ও বোকা বলে সবাই ঠেলেছে দূরে 

পিতা-মাতা, ভগিনী-ভ্রাতা সকলে হয়েছে পর 

টলিনি তবুও শান্তির বাণী শুনায়েছি ঘরে ঘরে

"গুরু কৃপাহি কেবলম্” মন্ত্রের জোরে 

কামিনী কাঞ্চন ত্যাগী যৌবন করেছি পার 

"মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন" 

হৃদয়ে জপেছি মানিনি কখনো হার

গোপনে কখন গুরু ধূম্রমায়াজাল রচি 

কৌপীন ছাড়ি চন্দনভ্রমি বিষ্ঠা মেখেছ গায় 

হায়রে ধর্ম! একি অধর্ম! ধিক্! ধিক্! 

গুরু ভক্ষক বেশে আপনি ডুবিয়া ডুবাইলে ভারতাত্মায় |

 

Comments :0

Login to leave a comment