POETRY — SAIKAT KUNDHU | KE KHAYA — MUKTADHARA | 21 MAY 2024

কবিতা — সৈকত কুণ্ড | কে খায় — মুক্তধারা | ২১ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  SAIKAT KUNDHU  KE KHAYA  MUKTADHARA  21 MAY 2024

কবিতা

কে খায়
সৈকত কুণ্ড

মুক্তধারা 

টোটো গাড়ি ছোট খুব
বিদ্যুৎ খেয়ে
সেদিন দুপুর বেলা
উঠলেন গেয়ে।

গলাতে ঢেকুর তুলে
বললেন টক 
তার নাকি ভালো লাগে 
শিমলার রক।

ভোলা বোস বলে রোস 
হজামির বড়ি 
টোটো বলে তাই দাও 
একটুতো নড়ি।

চাঁদ ওঠে বাঁশ বসে 
জোনাকির আলো 
টোটো বলে যাক বাবা 
জীবন জুড়ালো।

ভোলা বোস বলে রেগে 
আর বেশি খাবি? 
টোটো হাসে কে যে খায়
তাই শুধু ভাকি!

Comments :0

Login to leave a comment