পৌর প্রধানের পথ থেকে অপসারিত হওয়ার কয়েক দিনের মধ্যেই পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালির উপর হামলা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপ্রধানের বাড়ির সামনে।
হামলাকারীর লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে গুরুতর আহত অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুরুলিয়া শহরে ১৬ নং ওয়ার্ডে নিজের দলীয় অফিসে থাকার সময় হঠাৎ করে এক যুবক লাঠি নিয়ে আক্রমণ চালায় তাঁর ওপর অভিযোগ এমনটাই। সঙ্গে সঙ্গে তাঁর দেহরক্ষীরা তাঁকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। কি কারণে প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালির উপর হামলা করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানা গেছে অভিযুক্ত যুবক ও শাসক দলের সমর্থক।
Purulia
পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধানের উপর হামলা
×
Comments :0