কবিতা
নেই কোন তার জুড়ি - তুমি সলিল চৌধুরী
কৌশিক বন্দ্যোপাধ্যায়
মুক্তধারা
যেখানে যখন কাঁদছে মানুষ
পীড়িত হয়েছে প্রাণ
সেখানে আমরা গেয়েছি তোমার
কালজয়ী সব গান।
চিনেছি আমরা তোমাকে সেদিন
বিদ্রোহে-বিপ্লবে
অমর আলো ছড়িয়ে ছিলে
সুর ভরা উৎসবে।
যত অন্যায় অসাম্য আর
ধুয়ে মুছে সব কালি
তুমি আছো বলে জনগণ আজো
দিতে পারে হাততালি।
কত গান আজো কন্ঠে তোলা
পথ গড়া তব সুরে
যতদিন যাবে চিরজীবী তুমি
হৃদয়ে থাকবে জুড়ে।
তুমি মানে তো আদর্শ এক
নেই কোন তার জুড়ি
চির প্রণম্য অম্লান
তুমি সলিল চৌধুরী।
Comments :0