কবিতা
সৃষ্টির আয়ুধে
ভবানীশংকর চক্রবর্তী
মুক্তধারা
কোনো শব্দ নেই
অথচ তারা খসে গেল
সংগীতের আকাশ থেকে
কেঁদে উঠল সে আকাশ
আর তারারা
আরও যত অণুপুঞ্জ
সেই কবে মোহময় দুটি হাতে
তবলার বোলে উঠেছিল
সুরের মূর্ছনা
সে সংগীত হয়তো বা
বেজে যাবে আবহমান
কিন্তু সে কুশলী হাতদুটি
থেমে গেল অকালের কালবেলায়
ঠিক যেন সুললিত কবিতার
ছন্দপতনের মতো
মৃত্যু করেছে মৃত্যুর কাজ
শিল্পী জাকিরও চরাচর জুড়ে
ছড়িয়ে দিয়েছে
তার সংগীতের সুবাস
মৃত্যুকে জয় করে গেল সে
সৃষ্টির আয়ুধে
Comments :0