POETRY \ SRETIR AYUDE — BHABANISHANKAR CHAKRABORTY \ MUKTADHARA \ 21 DECEMBER 2024

কবিতা \ সৃষ্টির আয়ুধে — ভবানীশংকর চক্রবর্তী \ মুক্তধারা \ ২১ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  SRETIR AYUDE  BHABANISHANKAR CHAKRABORTY  MUKTADHARA  21 DECEMBER 2024

কবিতা

সৃষ্টির আয়ুধে
ভবানীশংকর চক্রবর্তী

মুক্তধারা

কোনো শব্দ নেই
অথচ তারা খসে গেল 
সংগীতের আকাশ থেকে
কেঁদে উঠল সে আকাশ
আর তারারা
আরও যত অণুপুঞ্জ

সেই কবে মোহময় দুটি হাতে 
তবলার বোলে উঠেছিল
সুরের মূর্ছনা 
সে সংগীত হয়তো বা 
বেজে যাবে আবহমান
কিন্তু সে কুশলী হাতদুটি 
থেমে গেল অকালের কালবেলায়
ঠিক যেন সুললিত কবিতার
ছন্দপতনের মতো

মৃত্যু করেছে মৃত্যুর কাজ
শিল্পী জাকিরও চরাচর জুড়ে
ছড়িয়ে দিয়েছে 
তার সংগীতের সুবাস

মৃত্যুকে জয় করে গেল সে
সৃষ্টির আয়ুধে 

Comments :0

Login to leave a comment