POETRY \ SURPANAKHA — GOUTAM GHOSH \ MUKTADHARA \ 23 NOVEMBER 2024

কবিতা \ সৃজনে-সে যেন সুর্পনখা — গৌতম ঘোষ \ মুক্তধারা \ ২৩ নভেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  SURPANAKHA  GOUTAM GHOSH  MUKTADHARA  23 NOVEMBER 2024

কবিতা

সৃজনে-সে যেন সুর্পনখা
গৌতম ঘোষ

মুক্তধারা

হাওয়াই চটি কাড়ছে মুখের গ্রাস
কাড়ছে মুখের রুটি;
কংসের বংশ করছে ধ্বংস রাজ্য
সে যে ভীষণ হিংসুটি।

সে যেন সুর্পনখা তীক্ষ্ণ নখা
মানুষ করে খুন;
পঁচশো টাকায় বিবেক কেনে
এমনই  তার গুন!

সে আজ সর্বভূক পুড়ছে মুখ 
নেইকো লাজ লজ্জা;
খুনে আসক্তি করে রক্তারক্তি
দুর্নীতি অঙ্গের সজ্জা।

স্বাস্থ্য পাতালে শিক্ষা রসাতলে
রাজ্যটা হচ্ছে ধ্বংস;                                

 নির্মমতায় মারছে কত শিশু        
এরা পুতনার অংশ।

বাংলার বাতাস সংগ্রামী আশ্বাস
বাড়াও প্রতিরোধী বৃত্ত; 
আজ আর নয় চেতনার ক্ষয়
ধ্বংস হোক দুর্বিত্ত।

Comments :0

Login to leave a comment