কবিতা
অমর সৃষ্টিতে — তবলার জাদুকর জাকির
ঝুমা সরকার
মুক্তধারা
থেমে গেছে তাঁর হৃদয়ের স্পন্দন
আর কখনোই বেজে ওঠবে না
তাঁর আঙুল
আর কখনোই তাঁর সুরের মূর্ছনায়
ভাসবে না পৃথিবী
নক্ষত্রপতনের তালিকায়
জুড়েছে যে তাঁর নাম।
শৈশবের সীমানায় শুরু করা পথ
সবটুকু রেখে দেহ ছেড়ে যায় একদিন
জীবনের দুরূহ পথের প্রান্তে
মৃত্যুর ওপারে তবুও
শেষ হয়েও হয় না শেষ
অর্জিত আলোই বাঁচিয়ে রাখে জীবন।
যার আঙুলের স্পর্শে সুরের ঝংকার ওঠলে
মন্ত্রমুগ্ধ শ্রোতা ভুলেছে সময়
শব্দের ঊর্ধ্বে যেখানে সুর পেয়েছে প্রাণ
তাঁর চলে যাওয়ার বেদনায়
প্রকৃতিও কেঁদে ওঠে।
স্বজন হারানোর হাহাকারে
আজ মর্মাহত পৃথিবী
এই বিশ্বাসেই বাঁচবে
তিনি থাকবেন তাঁর অমর সৃষ্টিতে।
Comments :0