POETRY: MUKTADHARA — SAMIM AKTAR BANU

কবিতা — ভয় কেন করবো ? / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  SAMIM AKTAR BANU

কবিতা

ভয় কেন করবো ?

সামিম আখতার বানু

সন্ত্রাস আর মৌলবাদ কে 
ভয় কেন করবো ?
দুই দানবের বিরুদ্ধে 
সবাই মিলে লড়বো।

পথ দেখাবে লাল নিশান,  
ভয় কেন করবো ? 
লাল পতাকার দন্ডটাকে 
শক্ত হাতে ধরবো।

সন্নাস আর মৌলবাদ-কে 
ভয় কেন করবো? 
দুই দানবের বিরুদ্ধেই 
বাঁধার প্রাচীর গড়বো।

সম্মীতির জন্য আমরা 
মরতে হ'লে মরবো। 
প্রচুর মানুষ সঙ্গে আছে, 
ভয় কেন করবে?

Comments :0

Login to leave a comment