ঈদ মিলাদুন নবি পালনে জড়ো হয়েছিলেন মসজিদে। আচমকা বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গেলো পুরো চত্বর। পাকিস্তানের বালোচিস্তানের এই বিস্ফোরণে নিহত অন্তত ৫২। আরও ১৩০ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাপতালে। তাঁদের অনেকে আশঙ্কাজনক অবস্থায়।
বালোচিস্তানের মস্তাঙ্গ জেলায় মদিনা মসজিদ শুক্রবার সমবেত হয়েছিলেন স্থানীয় বহু মানুষ। ধর্মীয় মিছিলও হচ্ছিল। মস্তাঙ্গ জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট নওয়াজ গসকোরিও এই বিস্ফোরণে নিহত হয়েছেন। তিনিই মদিনা মন্দির চত্বরে মিছিল এবং ধর্মীয় সমাবেশ সামলানোর দায়িত্বে ছিলেন।
পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হামলা চালানো হয়েছে। পাকিস্তানের বিভিন্নস সংবাদমাধ্যম জানাচ্ছে, স্থানীয় হাসপাতালে ভর্তি আহতদের সংখ্যা অন্তত ১৩০। বালোচিস্তানের অন্তর্বর্তীকালীন মন্ত্রী জান আচাকজাই জানিয়েছেন গুরুতর আহতদের কয়েকজনকে পাঠানো হয়েছে কোয়েটার হাসপাতালে। তিনি বলেছেন, ‘‘বালোচিস্তানের শান্তি এবং ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ নষ্ট করতে এই হামলা। এর পিছনে বিদেশি হাত রয়েছে।’’
Comments :0