Paushali Dhanyotsav

পৌষালি ধান্যোৎসবে ব্যাপক সাড়া

জেলা

Paushali Dhanyotsav হুগলীর পুরশুড়া ব্লকের কৃষ্ণবাটী গ্রামে পৌষালি ধান্যোৎসব

অনন্ত সাঁতরা


সবার মঙ্গল হোক, গেরস্থের মঙ্গল হোক-এই আহবান জানিয়ে রবিবার হুগলির পুরশুড়া ব্লকের কৃষ্ণবাটী গ্রামে পৌষালি ধান্যোৎসব ব্যাপক সাড়া ফেলল। এই উৎসবে ঘিরে স্থানীয় কৃষক পরিবারগুলির আবাল বৃদ্ধ বণিতাদের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। মূল অনুষ্ঠানের সূচনা হয় কৃষ্ণবাটী গ্রামে খামার উদ্বোধনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন ভারতীয় গণনাট্য সঙ্ঘের রাজ্য সভাপতি হিরণ্ময় ঘোষাল।  সমগ্র অনুষ্ঠান ঘিরে ছিলো নাচ গান, টুসুরাণীকে পালকিতে নিয়ে গ্রাম পরিক্রমা, বিভিন্ন খামার উদ্বোধন, চাষের জমি থেকে আমন ধানের পৌষ তোলা, পুকুরে টুসুর ভাসান, নাচ - গানের আসর ও সবাইকে নিয়ে ছিল বিল ভাত খাওয়ার আয়োজন। 

 


বিষ্ণু বেরা কর্তৃক প্রবর্তিত হয়েছিল এই  ধান্যোৎসব। তিনি এই উৎসবের পরিকল্পনা করেছিলেন এবং এই উৎসবের সব গান রচনা করেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হিরণ্ময় ঘোষাল বলেন, এই উৎসব কৃষক পরিবারগুলির নিজস্ব উৎসব। এ হলো ধানের উৎসব, প্রাণের উৎসব, গানের উৎসব। এই উৎসবকে ঘিরে গ্রামের সব পরিবার আনন্দ অনুষ্ঠানের মেতে ওঠেন। এখন গ্রাম ছাড়িয়ে শহর থেকেও মানুষ জন আসেন উৎসব দেখতে। ধানকে জড়িয়ে মানুষের কত স্মৃতি, আবেগ, কত শ্রম - ঘাম ও সংগ্রামের ইতিহাস রয়েছে। পৌষ নিয়ে খামারে পৌঁচ্ছানো একটা সংগ্রামের জয়যাত্রা। তারই একটা শৈল্পিক কোলাজ এই উৎসবের মূল ভাবনা। প্রবীণ কৃষক চিত্ত  রঞ্জন দাস খামার উদ্বোধন করার পর পালকিতে টুসু বসানো হয়। এরপর পদযাত্রা শুরু হয়। প্রথমে জলের সাজি, টুসুর পালকির পাহারাদার মোটা গোঁফওয়ালা হাতে লম্বা লাঠি হাতে শিশু-কিশোরদের লেঠেল বাহিনী, রঙিন শাড়ি পরিহিতা টুসুর কিশোরী সখিদের সুসজ্জিত দল,  ধানের গোলা, ঢাকির বাজনা সহ শাঁখ বাজিয়ে কৃষক পরিবারের সব বয়সের সদস্যদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।  
 

Comments :0

Login to leave a comment