Convention

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান পেনশনার্স সমিতির কনভেনশনে

জেলা

Convention ছবি: কনভেনশন উদ্বোধন করে বক্তব্য রাখছেন নির্মল দে।


সামনে পঞ্চায়েত নির্বাচন। আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে এই নির্বাচনে সমূলে উপড়ে ফেলার আহ্বান জানিয়ে শনিবার পশ্চিমবঙ্গ পেনশনার্স সমিতির যুক্ত মঞ বসিরহাট মহকুমা কমিটির তৃতীয় কনভেনশন হয়। বসিরহাট সাধারণ পাঠাগারের সভাকক্ষে কমরেড সুরেন সাহা মঞ্চে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে যুক্ত মঞ্চের অন্যতম জেলা নেতৃত্ব নির্মল দে পেনশন ব্যবস্থার অতীত ইতিহাস তুলে ধরে বলেন, পেনশন আমাদের হক। ভারত সরকার এই পেনশন ব্যবস্হার উপর আক্রমণ নামিয়ে আনতে শুরু করেছে। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি ডি এ'র দাবিতে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারীদের ১০ মার্চ ধর্মঘট যে ঐতিহাসিক রূপ নিয়েছে তাকে সংগ্রামী অভিবাদন জানান। ডি এ চুরি হচ্ছে। এর বিভিন্ন গোটা ভারতবর্ষ জুড়ে লড়াইয়ের দিগন্ত খুলে গিয়েছে।

 লড়াই করে আমরা আমাদের অধিকার বজায় রেখেছি। সামনে পঞ্চায়েত নির্বাচন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে পঞ্চায়েত নির্বাচন থেকে। সেই লড়াইয়ে সামিল হতে হবে পেনশনার্সদের। নির্বাচন পরবর্তী ত্রিপুরায় বামপন্থীদের উপর আরএসএস তথা বিজেপির পাশবিক অত্যাচারের তীব্র ঘৃণা জানানোর পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সরকারের মানুষমারা নীতির সমালোচনা করে এবং শারীরিকভাবে অক্ষম পেনশনার্সদের পাশে শারীরিকভাবে সক্ষম পেনশনার্সদের পাশে সর্বতভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুবিদ আলি গাজি, অঞ্জন মিত্র, প্রলয় বিশ্বাস, অশোক মণ্ডল। শুরুতে পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সরকারী পেনশনার্স সমিতির সভাপতি শান্তি রায়। গণসঙ্গীত পরিবেশন করেন উজ্জ্বল ব্যানার্জি। শোক প্রস্তাব উথ্থাপন করেন ফজলুল হক। প্রতিবেদন পেশ করেন যুক্ত মঞ্চের পক্ষে শান্তি রায় ও রত্না গাজি। প্রস্তাব পেশ করে সুশীল মণ্ডল। প্রস্তাবের উপর আলোচনা করেন মুরারী মাঝি। ৭টি প্রস্তাব উথ্থাপিত হয়। আলোচনা করেন সংগঠনের অভ্যন্তরে ৯ টি সমিতির পক্ষ থেকে আগত প্রতিনিধিরা। রত্না গাজি ও সুবিদ আলি গাজিকে আহ্বায়ক করে ১৯ জনের কমিটি গঠিত হয়। কনভেনশন পরিচালনা করেন রঞ্জিত মুখার্জি, পঙ্কজ দত্ত, কনিকা তরফদার, ফজলুল হককে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী।
 

Comments :0

Login to leave a comment