Poetry — AROBINDA BANDHYAPADHAYA / MUKTADHARA

কবিতা — আহ্বান / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  AROBINDA BANDHYAPADHAYA  MUKTADHARA

মুক্তধারা

কবিতা

আহ্বান 
অরবিন্দ বন্দ্যোপাধ্যায়

 

কালবৈশাখী রূপে এসো তুমি হে নটরাজ 
বাজাও ডমরু দ্রিমিদ্রিমি রবে তোলো আওয়াজ 
যে-ধর্ষিতার কান্নায় ভেজা অশ্রুজল 
ন্যায় বিচারের দরজায় তালা অনর্গল 
হানো বাজ দৃঢ় রুদ্ধ দেওয়ালে; ভাঙো প্রাচীর ।

                          হে মহাবীর !


যুগ যুগ ধরে অনেক সহেছে নারীরা সব 
সমাজের কানে পৌঁছে গিয়েছে উচ্চরব 
তবুও পুরুষ শাসিত সমাজ নিরুত্তর 
দেবতা আসনে বসাবে তাদের অতঃপর ?

                         হে শঙ্কর!


অত্যাচারীর বক্ষ ভেদে হানো ত্রিশূল 
লাঞ্ছনা আর গঞ্জনা হোক বির্নিমূল 
অধিকারহীন অবমাননার কারা প্রাচীর 
বিদূরিত কর ব্যথা-বেদনার অশ্রুনীর

                        হে যোগীবীর!


পিনাকপাণীর প্রলয় নৃত্যে নব সৃজন 
অঙ্কিত হোক নব চেতনার আলিম্পন 
খুলে ফেল তুমি অপমানিতার ও-জিঞ্জীর 
                        হে মহাবীর!

Comments :0

Login to leave a comment