Poetry — NRIPAN CHAKRABORTY / MUKTADHARA

কবিতা — ব্যথার গল্প / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  NRIPAN CHAKRABORTY  MUKTADHARA

মুক্তধারা

কবিতা 

ব্যথার গল্প

নৃপেন চক্রবর্তী

পাতার আড়ালে ছায়া জমে আছে
ছায়ার ভিতরে আছে একখানি মুখ!
সেই খানে জমে আছে অনেক না শোনা কথা, 
মান -অভিমান নিয়ে ব্যথার গল্প!

সময়ের সাথে  হেঁটে যেতে যেতে
নিজের ভিতরে প্রতিদিন অন্য এক নিজেকে
খুঁজেছি। 
ভালো করে হয়নি দেখা 
ছায়ার ভিতরে থাকা একখানি মুখ,
শব্দহীন সঞ্চিত ব্যথা,অভিমানে একান্ত গোপন!

নিজেকে খুঁজেছি শুধু, রাত্রি দিন শুধুই নিজেকে।
অথচ ছায়ার ভিতরে ছিলো  অন্য এক ছায়ার  গল্প!

সেই সব গল্প-কথা ছাড়া ছায়ারা কি বেড়ে ওঠে?
বৃক্ষে কি ফুল ফোটে?
নদীও কি খরস্রোতা হয়?
ভালো করে হয়নি দেখা 
ছায়ার আড়ালে থাকা একখানি মুখ, 
মান -অভিমান নিয়ে একখানি ব্যথার গল্প!

Comments :0

Login to leave a comment