Poetry — SANDIP SAHA / MUKTADHARA

কবিতা — নির্বাচন / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  SANDIP SAHA  MUKTADHARA

কবিতা

নির্বাচন

সন্দীপ সাহা 


নির্বাচন হল গণতন্ত্র এর অংশ
প্রতিনিধি নির্বাচিত হয় সাধারণ মানুষ এর ভোট এর দারা
আজ  নির্বাচন সন্ত্রাস এর রূপ নিয়ে নিয়েছে 
বিরোধীকে করতে দমন 
তাই চলে বোমা গুলি
নির্বাচন কমিশনার সে শীত ঘুম গেচেন চলে
রাজ্য মৃত্যু উপত্যকা 
দরিদ্র মানুষ এর রক্ত তে
বাংলা এর রাস্তা হয়েছে লাল
মা এর কোল হয়েছে শূন্য
শাসক এর কাছে এর কি 
জবাব আছে জিজ্ঞাসা করছে
সাধারণ মানুষ নির্বাচন কমিশনার অনুগ্রহ জমা দিন 
আপনি পদত্যাগ চিঠি
তাই হক আন্দোলন 
ফিরিয়ে দিতে অধিকার সাধারণ মানুষ এর
রাজা কাপড় খুলে গেছে
তাই হক প্রতিবাদ.


 

Comments :0

Login to leave a comment