রাজ্যে শিশু ও নারীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়ে চলেছে একের পর এক। বিহারের ‘ডবল ইঞ্জিন’ সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রতিটি ঘটনায়। এই দাবি তুলে মঙ্গলবার পাটনায় বিধানসভা অভিযান করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। অভিযান আটকাতে পুরুষ পুলিশবাহিনী ধরপাকড় চালালো মহিলাদের ওপর। এমনকি হেনস্তার শিকার হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রামপরী।
এদিন পাটনার বুদ্ধ স্মৃতি পার্ক থেকে বিধানসভা অভিযান শুরু হয়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিহার রাজ্য কমিটির ডাকে হাজার হাজার মহিলার মিছিল ঠেকাতে লোহার ব্যারিকেড নিয়ে নামে নীতীশ কুমার সরকারের পুলিশ। তা সত্ত্বেও রোধ করতে পারেনি মহিলাদের।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রামপরী, রাজ্য সম্পাদক নীলম দেবী, রাজ্য সভাপতি নমিতা সিং সহ মহিলা নেতৃবৃন্দ শামিল ছিলেন অভিযানে। শুরুর আগে বুদ্ধ স্মৃতি উদ্যানে সভা হয়।
রামপরী সভায় বলেন, মহিলা এবং শিশু ও কিশোরীদের লাগাতার ধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার চোখ বুঁজে রয়েছেন। চুপ রয়েছে বিহারে তাঁর সরকারের শরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি-ও। মহিলাদের ওপর নির্যাতন রোজকার বিষয় হয়ে গিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উলটে প্রতিবাদীরা হেনস্তার শিকার। সে কারণেই অপরাধীদের সাহস দিনের পর দিন বাড়ছে।
মহিলা সমিতি বলেছে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিজের জেলা নালন্দা। পাটনা লাগোয়া এই জেলাতে পরপর একাধিক ভয়ঙ্কর নির্যাতন হয়েছে। এক কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। দেহ মিলেছে খেতে। লক্ষ্মীসরাইয়ে বাহাত্তর বছরের মহিলাকে অত্যাচারের শিকার হতে হয়েছে। ভোটের সময় এই নীতীশ কুমারই মহিলাদের নানা কথা বলে ভোট নেয়। অথচ বিহারে রাজ্য মহিলা কমিশন নেই।
মহিলা আন্দোলন সোচ্চার হয়েছে মূল্যবৃদ্ধি এবং রোজগারের সঙ্কট নিয়েও।
Comments :0