President Assad deposed in Syria

সিরিয়ায় পদচ্যুত রাষ্ট্রপতি আসাদ, বিদ্রোহীদের ক্ষমতা দখল

আন্তর্জাতিক

সিরিয়ায় অভ্যুত্থান বিদ্রোহীদের। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং  সপ্তাহব্যাপী বিদ্রোহের পর রবিবার সিরিয়ার বিদ্রোহী বাহিনী রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে। ২৪ বছর ধরে দেশ শাসন করা আসাদ একটি বিমানে চড়ে অজ্ঞাত স্থানে চলে যান বলে রয়টার্সকে জানিয়েছেন সিরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সেনা কমান্ড অফিসারদের জানিয়েছে যে আসাদ সরকারের পতন হয়েছে।
হায়াত তাহরির আশ-শাম বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, ‘আজ আমরা ১২-৮-২০২৪ তারিখে সিরিয়ায় এই অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা ঘোষণা করছি। সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার অভ্যন্তরীণ সূত্রের ওপর নির্ভরশীল যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বিদ্রোহীদের অভিযানের মধ্যে কর্মকর্তা ও সেনারা বিমানবন্দর ত্যাগ করেছে। অবজারভেটরি ও এএফপির খবরে বলা হয়েছে, রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাসিন্দারা শহরটিতে গোলাগুলির বর্ণনা দিয়েছেন এবং আসাদ সরকারের পতনের আশঙ্কায় সরকারের অনুগতরা পালানোর জন্য দামেস্ক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন।
বিদ্রোহীরা আরও ঘোষণা করেছে যে তারা দামেস্কের উত্তরে কুখ্যাত সাইদনায়া সামরিক কারাগারে প্রবেশ করেছে এবং সেখানকার বন্দীদের মুক্তি দিয়েছে। বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের বন্দিদের মুক্তি ও তাদের শিকল মুক্ত করা এবং সাইদনায়া কারাগারে অবিচারের যুগের অবসান ঘোষণার খবর আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আনন্দ প্রকাশ করছি। সিরিয়ার বিরোধীপক্ষ ঘোষণা করেছে যে, আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির অধীনে পরিচালিত হবে। আল-জালালি ‘‘সিরিয়ার জনগণের দ্বারা নির্বাচিত যে কোনও নেতৃত্বের’’ সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ার ‘অস্বাভাবিক ঘটনা’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সিরিয়া পাঁচ দশকেরও বেশি সময় ধরে আসাদ পরিবার দ্বারা শাসিত, রাষ্ট্রপতি বাশার আল-আসাদ তার পিতা হাফেজ আসাদের মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রসংঘের মতে, আসাদ সরকার সাড়ে তিন লাখেরও বেশি বিরোধীদের মৃত্যু, ব্যাপক কারাবাস ও নির্যাতন এবং ভিন্নমত দমনের জন্য বিরোধী-নিয়ন্ত্রিত অঞ্চলে নিষিদ্ধ নার্ভ গ্যাস ব্যবহারের জন্য দায়ী।

Comments :0

Login to leave a comment