শনিবার দুপুরে রবীন্দ্রনগর থানার পুলিশ সামসাদ আলীকে নিয়ে রওনা দিল। রবীন্দ্রনগর থানার পুলিশ তাকে শুক্রবার কলকাতা নিয়ে যেতে চাইলে শরীর দুর্বল থাকায় পরিবারের লোকেরা কিশোরকে কলকাতায় নিয়ে যেতে দিতে রাজি হননি। কিশোরের মা আসিনা খাতুন এবং কাকা লাল মহম্মদ জানান, জ্বর ছিল শুক্রবার নিয়ে যেতে দেওয়া হয়নি। তদন্তের স্বার্থে শনিবার দুপুরের দিকে কিশোর, মা ও তার এক দাদাকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা হয় রবীন্দ্রনগর থানার পুলিশ।
রবীন্দ্রনগর থানার মহেশতলার কারখানায় কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মার এবং ইলেকট্রিক শক দেওয়ার পর পালিয়ে গিয়ে কিশোর কোথায় ছিল, কী ভাবেই বা সে পালিয়ে আক্রা থেকে শিয়ালদা হয়ে ইসলামপুরে এল, তার বিস্তৃত তদন্তের জন্যই কিশোরকে রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে ওর পরিবারকে জানিয়েছে পুলিশ। তা ছাড়া কারখানায় কিশোরকে অমানুষিক নির্যাতনের ঘটনায় কারখানার মালিক মহম্মদ শাহেনশা-সহ যে চারজনকে গ্রেপ্তার করে মামলা রুজু হয়েছে ওই কেসের অভিযুক্তদের চিহ্নিতকরণের জন্যও জরুরি এই কিশোরকে। শিয়ালদা থেকে ইসলামপুরের ছঘরিয়ার বাড়ি পর্যন্ত কিশোরের সঙ্গে আরও কেউ ছিল কি না তাও খতিয়ে দেখতে চায় পুলিশ।
লাল মহম্মদ জানান, কিশোর কথায় কথায় তাঁকে এবং পরিবারকে জানিয়েছে মানো নামে যে ব্যক্তির সঙ্গে আক্রা স্টেশনে তার পরিচয়, সে তাকে খাবারের লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে। সেই মানোর একটি চোখ নেই। মানোর উদ্দেশ্য কী ছিল, সব কিছুই তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার ডেন্দুপ শেরপা বলেন, ওই কেসটি পুরোপুরিভাবে দেখছে রবীন্দ্র নগর থানার পুলিশ। আমরা শুধু সহযোগিতা করেছি মাত্র।
Maheshtala Case
উল্টো ঝুলিয়ে নির্যাতন, কলকাতায় আনা হচ্ছে সেই কিশোরকে

×
Comments :0