india vs england test series

লর্ডসে ২২ রানে হার ভারতের

খেলা

তখনও বাকি ছিল ৪৭ রান। হাতে মাত্র ২ উইকেট। প্রবল পরাক্রমেই ক্রিজে টিক ছিলেন সিরা  এবং জাদেজা। এই জুটির উপরই নির্ভর করছিল ভারতের জয়  তবে শেষ রক্ষা হলনা। ২২ রানে হের গেল ভারত।  টেস্টের ৫ম দিনে কঠিন অবস্থায় ভারত।  সোমবার লর্ডসে ভারত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ চলছে । ৯০ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৫ রান। তবে দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলেন শুভমন গিলরা। কেএল রাহুল ও ঋষভ পন্থ তখনও ক্রিজে। লর্ডসের বোলিং পিচের সুবিধা দারুণভাবেই নিয়ে চলেছেন বেন স্টোকসরা। ফলে কমসংখ্যক রান হলেও ভারতের জন্য তা কষ্টসাধ্য হয়ে উঠেছে। ব্রাইডন কার্স দু’টি এবং স্টোকস ও আর্চার একটি করে উইকেট নিয়েছেন।  গত টেস্টে দুরান্ত পারফরমেন্স করেছিলেন ঋষভ পন্থ । ফলে পন্থ ও রাহুল জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত। তবে কাজ হয়নি। এই ম্যাচ জিতলেই সিরিজে ২-১ এগিয়ে যাবে ভারত। কিন্তু এখন লড়াই হার বাঁচানোর। ম্যাচের সময় হাল্কা মেঘাছন্ন থাকবে আকাশ। আর্দ্রতা থাকতে পারে প্রায় ৪২শতাংশ। তাপমাত্রা থাকবে ২৬ডিগ্রি সেলসিয়াস।   

Comments :0

Login to leave a comment