এই মরশুমে নাও হতে পারে আইএসএল ( ইন্ডিয়ান সুপার লিগ) । শুক্রবার আইএসএলের অর্গানাইজার এফএসডিএল এআইএফএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) এবং আইএসএলের সমস্ত ক্লবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে এই মরশুমের জন্য আইএসএল আপাতত স্থগিত থাকবে। ২০১০ সালে এফএসডিএল ও এআইএফএফের মধ্যে একটি চুক্তি হয়েছিল। যার নাম মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট ( MRA) । এই চুক্তি অনুযায়ী এফএসডিএল আইএসএল সহ অন্যান্য আরো প্রতিযোগীতা আয়োজনের জন্য অর্থ প্রদান করবে। তবে এই চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত চুক্তি নবিকরণ না হওয়ায় অনিশ্চিয়তার মুখে পড়ে গেছে ভারতের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগীতা।
তাই এই বিষয়ে এফএসডিএল এআইএফএফকে একটি নতুন কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছে। যেই কোম্পানির মডেল অনুযায়ী সমস্ত আইএসএলের মোট লাভের ৬০ শতাংশ লভ্যাংশ যুগ্মভাবে পাবে আইএসএলের সমস্ত দলগুলি। ২৬ শতাংশ পাবে এফএসডিএল এবং ১৪ শতাংশ পাবে এআইএফএফ। তবে এই ব্যাপারে এখনও কোনো সাড়া দেয়নি এআইএফএফ। ফলে এই মরশুমে আপাতত অনিশ্চিত আইএসএল।
Comments :0