ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করল চেলসি। ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনকে ৩-০ গোলে হারাল এঞ্জো মারেস্কার দল। জোড়া গোল করেন কোল পামার। এই ফাইনালে চেলসিই ছিল আন্ডারডগ। দুর্দান্ত পিএসজির দৌড় রুখে দিয়ে বিশ্বসেরার খেতাব লন্ডনে নিয়ে আসল চেলসি। ম্যাচের ২২ও ৩০ মিনিটে দুটি দারুণ গোল করেন পামার। ৪৩মিনিটে তৃতীয় গোল জুয়ান পেড্রোর। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি লুইস এনরিকের দল। ২০২১ এর পর দ্বিতীয়বার এই শিরোপা জিতল চেলসি।
FIFA CLUB WORLD CUP
ক্লাব বিশ্বকাপ জয় চেলসির

×
Comments :0