QUIZ — NATUNPATA / 20 JULY ANS.

বলতে পারো — ২০ জুলাই - সমাধান

ছোটদের বিভাগ

QUIZ   NATUNPATA  20 JULY  ANS

বলতে পারো

অমল কর

২০ জুলাই - সমাধান


জিজ্ঞাসা 
১) অভিষেক টেস্টে কোন্ ভারতীয়র
    সর্বাধিক রান?
২)টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়-এর 
    রানের পরিসসংখ্যান কি?
৩)টালা জলের ট্যাংক সম্বন্ধে 
কি জানো?
৪) বাংলা লিখতে -পড়তে আমরা হামেশাই বহু ফারসি শব্দ 
ব্যবহার করি __এরকম ৫টি
শব্দ বলো।
৫)চিনের মোট ক্ষেত্রফল কত?
৬)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 
কে কেন 'রেঙ্গুন রত্ন'  উপাধি দেন?


সমাধান
১)  অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর 
ধাওয়ান -এর ১৮৭ রান ভারতীয় 
টেস্ট খেলোয়াড়দের  মধ্যে                      অভিষেক টেস্টে   সর্বোচ্চ রান।
২) ২৮৬ টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় 
৩৬টি সেঞ্চুরি,৬৩টি হাফ সেঞ্চুরি,
২১০টি ক্যাচ, ৩২বার নটআউট থেকে
মোট রান করেন ১৩,২৮৮।
৩)টালা জলের ট্যাংক নির্মিত হয়
১৯০৯ সালে।১১০ফুট উঁচু,১৬ ফুট 
গভীর, ৩২১ ফুট বেষ্টনী, ৯ মিলিয়ন
গ্যালন জল ধরে ট্যাংকে। 
৪) বাংলা লিখতে-পড়তে গিয়ে 
আমরা প্রায়ই ' মামা', 'কাকা' , 'বেশি' , 'হাজার',  'বাংলা ' ব্যবহার করি ।
আশ্চর্য হলেও সত্যি__ এগুলো
ফারসি। 'বাংলা' শব্দটাও ফারসি।
৫) চিনের মোট ক্ষেত্রফল ৯৫ লক্ষ 
৯৬ হাজার ৯৬১ বর্গ কিলোমিটার ।
৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অসাধারণ গান গাইবার জন্য 'রেঙ্গুন রত্ন' উপাধি দেন প্রখ্যাত কবি নবীনচন্দ্র সেন ।

Comments :0

Login to leave a comment