QUZEE / NatunPata — AML KAR / 10 AUGUST - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান - ১০ আগস্ট

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  10 AUGUST - ANS

বলতে পারো   

অমল কর  

সমাধান - ১০ আগস্ট

জিজ্ঞাসা 


১)ক্রিকেটে ওয়াসিম জাফর-এর 
   অবদান কি?
২)২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে
   মোট কতগুলো দল খেলার প্রস্তুতি
    শুরু?
৩) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম
    প্রধান বিচারপতি কে ছিলেন ?
৪) ভারতের দীর্ঘতম রেল যাত্রাপথ 
   কোনটি?
৫) চিকিৎসা পরিভাষায় Tidal
    Test কাকে বলে?
৬) ভারতের অষ্টম তপশিলে
     কতগুলো ভাষা স্বীকৃত?


 

সমাধান


১) ক্রিকেটার ওয়াসিম জাফর
   ভারতের হয়ে ৩১ টেস্টে ১৯৪৪ 
   রান,৫টি শতরান,১১টি অর্ধশতরান,      

সর্বোচ্চ ২১২ রান করেন।২৬০টি  

প্রথমশ্রেণির ম্যাচে ১৯৪১০ রান, 
সর্বোচ্চ ৩১৪ রান, ৫৭টি শতরান,
৯১টি অর্ধশত রান করেন।
২)২০২৬ বিশ্বকাপ ফুটবলে
   ৪৮ টি দল খেলানোর প্রস্তুতি 
    চলছে। এশিয়ার ৪টি ইউরোপের
   ৩টি আফ্রিকার ৪টি উত্তর
    আমেরিকার ৩ টি ও দক্ষিণ                   

আমেরিকার ২টি দল যুক্ত হবার কথা।
৩) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম
    প্রধান বিচারপতি ছিলেন এইচ.জে.কানিয়া

( হীরালাল জেকিসউন্ডাস কানিয়া)।
৪) ডিব্রুগড় থেকে তামিলনাডু __
    ৯টি রাজ্যের ৫৬টি স্টেশনে
    থেমে ৪২৮৩ কিমি যাত্রাপথ।
    ৪ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট সময়।
৫) টাইফয়েড রোগের শণাক্তকরণের
    জন্য যে সেরোলজিক্য্যাল টেস্ট 
    করা হয় তার নাম Widal Test ।
৬) ভারতে অষ্টম তপশিলে মোট ২২টি
        ভাষা স্বীকৃত  ।অসমিয়া বাংলা     
বোড়ো ডোগরি গুজরাতি হিন্দি
কন্নড় কাশ্মীরি   কোঙ্কনি মৈথিলী 
মালয়ালম মণিপুরী মারাঠি নেপালি
ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁওতালি
সিন্ধরি তামিল তেলেগু ও উর্দু।

Comments :0

Login to leave a comment