QUZEE / NatunPata — AML KAR / 14 September - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান / ৭ সেপ্টেম্বর - নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  14 September - ANS

নতুনপাতাবলতে পারো   

অমল কর  

সমাধান / ৭ সেপ্টেম্বর

জিজ্ঞাসা

১) বর্তমানে পোর্তুগালের ফুটবল
দলের অধিনায়ক কে? কেরিয়ারে তিনি এ পর্যন্ত কত গোল করেন?
২) জিম্বাবোয়ের একদা টেস্ট ক্রিকেট অধিনায়ক সদ্য প্রয়াত হিথ স্ট্রিক-এর ক্রিকেট খেলার পরিসংখ্যান কি?
৩) রবীন্দ্রনাথ-এর কাহিনির প্রথম
চলচ্চিত্রায়ন কোনটি?
৪) মহালয়ার দিন প্রভাতি অনুষ্ঠানে বেতারযোগে যে "মহিষাসুর মর্দিনী" পরিবেশিত হয়, সেটি কার রচনা ?
৫) পৃথিবীর নবীনতম দ্বীপ কোনটি ?
৬) বাংলাদেশের জাতীয় পতাকা
সম্বন্ধে কি জানো?

সমাধান

১)বর্তমানে পোর্তুগাল ফুটবল দলের অধিনায়ক Christiano
Ronaldo dos Santos Aveiro, কেরিয়ারে এখন পর্যন্ত তাঁর গোলের সংখ্যা ৮৫০টি।
২) জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক ৬৫টি টেস্টে ১৯৯০ রান ও ২১৬ উইকেট এবং ১৮৯ টি ওডিআই ম্যাচে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট পান, যা উভয় ক্ষেত্রেই দলের রেকর্ড।
৩) রবীন্দ্রনাথ ঠাকুর -এর কাহিনির প্রথম চলচ্চিত্রায়ন নরেশ মিত্র পরিচালিত তাজমহল কোম্পানি প্রযোজিত 'মানভঞ্জন'(১৯২৩)।
৪) মহালয়ার দিন বেতারযোগে প্রভাতি অনুষ্ঠানে যে "মহিষাসুর মর্দিনী" পরিবেশিত হয়, সেটার রচনাকার প্রোগ্ৰাম এক্সিকিউটিভ বাণীকুমার -এর (আসল নাম বৈদ্যনাথ ভট্রাচার্য)।
৫)১৯৯৫ সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপপুঞ্জে 
গঠিত মাত্র ৮.৪ হেক্টর আয়তনের মেটিস শেল নামক আগ্নেয় দ্বীপটিই পৃথিবীর নবীনতম দ্বীপ।
৬)নকশাকার কামরুল হাসান নির্মিত ১৭/০২/১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়।গাঢ় সবুজ রং (দেশের সবুজ-শ্যামল প্রকৃতির প্রতিনিধি তারুণ্যের জয়গান করে), মাঝখানে লালবৃত্ত (শহিদের রক্তের প্রতীকী তথা উদীয়মান সূর্য)।

Comments :0

Login to leave a comment