QUZEE / NatunPata — AML KAR / 21 September - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান / ২১ সেপ্টেম্বর - নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  21 September - ANS

বলতে পারো নতুনপাতা 

অমল কর  

সমাধান / ২১ সেপ্টেম্বর 

 

জিজ্ঞাসা
১)বিশ্বে কতগুলো দেশ দাবা খেলায় অংশগ্রহণ করে?ভারতের এখন সেরা
দাবাড়ু কে?
২)আইস স্কেটিং প্রথম কবে কোথায় চালু হয়?
৩)ভরা পেটে পাকস্থলীর কতটা আয়তন?
৪) বিশ্বের বৃহত্তম চতুষ্পদ সরীসৃপ (lizard) কোনটি, কোথায় পাওয়া যায়??
৫) তপন সিংহ নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি?
৬) অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর ৫টি বিখ্যাত
বই-এর নাম বলো।

 

সমাধান
১) বিশ্বের ১৮৫টি দেশ দাবা খেলায় এখন অংশগ্ৰহণ করে। ভারতের সেরা দাবাড়ু এখন রমেশবাবু প্রজ্ঞানন্দ।
তিনি বিশ্ব চ্যাম্পিয়ানশিপ দাবা প্রতিযোগিতায় বিশ্বের এক নম্বর দাবাড়ু
ম্যাগনাস কার্লসেন -এর কাছে পরাস্ত
হয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছেন।
২)এখন থেকে প্রায় দু-হাজার বছর
আগে স্ক্যান্ডিনেভিয়ার আদিম অধিবাসীরা আইস স্কেটিং চালু করে।
৩) সাধারণত খালি পেটে পাকস্থলীর 
আয়তন ০.৫ লিটার হলেও ভরা পেটে পাকস্থলীর আয়তন ৪ (চার) লিটার ।
৪)সুমাত্রা দ্বীপের কোমোভো ড্রাগন
বিশ্বের বৃহত্তম চতুষ্পদ সরীসৃপ (lizard)।
প্রায় ১৫০ কেজি ওজনের এই প্রাণী
হরিণ বা শুয়োরের আস্ত শরীর গিলে
খেতে পারে।
৫)'অঙ্কুশ' তপন সিংহ পরিচালিত প্রথম
চলচ্চিত্র  (১৯৫৩-৫৪)। নারায়ণ 
গঙ্গোপাধ্যায় -এর 'সৈনিক' গল্প
অবলম্বনে এটি নির্মিত‌‌। 
৬) অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়-এর ৫ টি বিখ্যাত গ্ৰন্থ হল __বড়দিদি, দেবদাস , শ্রীকান্ত, পল্লীসমাজ ও পথের দাবী।

 

Comments :0

Login to leave a comment