RAHUL KASHMIR

সুরক্ষায় সমস্যা, কাশ্মীরে পদযাত্রা স্থগিত রাহুলের

জাতীয়

RAHUL KASHMIR

কাশ্মীরে পদযাত্রা বাতিল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সংবাদমাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন। ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। 

এদিন ‘ভারত জোড়ো যাত্রা’ মাত্র এক কিলোমিটার এগিয়েই বন্ধ হয়ে যায়। ১১ কিলোমিটার হাঁটার কথা ছিল রাহুলের। সঙ্গী হন রাজ্যের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। 

রাহুল বলেছেন, ‘‘পদযাত্রার পথে লক্ষ্য করা যায় যে পুলিশের বেষ্টনী নেই। আমার সুরক্ষাকর্মীদের সমস্যা হতে থাকে। তাঁরা আমাকে অসুবিধার কথা জানান। আমাকে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়।’’

বানিহাল টানেল থেকে শ্রীনগরের দিকে যাওয়ার সময়েই হঠাৎ বিপুল ভিড় দেখা যায়। পদযাত্রা এলোমেলো হয়ে পড়ে। 

আবদুল্লা টুইটে বলেছেন, ‘‘জম্মু থেকে কাশ্মীরের দিকে এগচ্ছিলেন রাহুল। ভিড় বাড়তেই একেবারে উবে যায় পুলিশের ঘেরাটোপ। পুলিশবাহিনীর কাউকে দেখাই যায়নি তখন।’’ 

 

Comments :0

Login to leave a comment