DAKHSHINESHWAR RAIL SLUM

ফের প্রতিরোধ, দক্ষিণেশ্বরে উচ্ছেদ রুখলেন বস্তিবাসীরা

জেলা

রেলের বাহিনীকে ফিরে যেতে বাধ্য করার পর দক্ষিণশ্বেরের বস্তিবাসীরা।

দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে এসে ফের বাধার মুখে পড়ল রেল। রেলের আধিকারিক এবং আরপিএফ বস্তি উচ্ছেদ অভিযান এই নিয়ে আটবার ব্যর্থ হলো প্রতিরোধে। 

দক্ষিণেশ্বর রেল বস্তি অঞ্চলে ৩০০ থেকে ৪০০ পরিবার রয়েছে। সব মিলিয়ে প্রায় দু হাজার মানুষের মাথা গোঁজার ঠাঁই এই বস্তি। আছে বহু ছাত্রছাত্রী। অনেকে ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে দিন গুজরান করেন। পুনর্বাসনের দাবিতে সরব তাঁরা। 

বুধবার বস্তিবাসীরা বলেছেন, পুনর্বাসন না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এদিন রেল একটি ঘর ভাঙতে গেলে মহিলারা ঘরটি ঘিরে রখেন। রেল আধিকারিক এবং আরপিএফ’র সঙ্গে বিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত বাহিনীকে ফিরে যেতে হয়।

Comments :0

Login to leave a comment