Shah Rammandir

সহায় রামমন্দির, স্পষ্ট শাহের ঘোষণায়

জাতীয়

Shah Rammandir

লোকসভা নির্বাচনের বছরেই খোলা হবে অযোধ্যার রামমন্দির। ২০২৪’র ১ জানুয়ারি থেকে সাধারণের প্রবেশের জন্য খুলে দেওয়া হবে। কোনও মোহন্ত নন, বৃহস্পতিবার এই ঘোষণা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। 

এদিন ত্রিপুরার ধর্মনগরে বিজেপি’র ‘জনবিশ্বাস যাত্রা’ কর্মসূচিতে যোগ দেন শাহ। ত্রিপুরার বিধানসভা নির্বাচনও সামনেই। তাঁরই নেতৃত্বাধীন দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষোভ আছড়ে পড়েছে দিল্লিতে। 

এক তরুণীকে দিল্লিতেই ধাক্কা দিয়ে প্রায় তের কিলোমিটার হিঁচড়ে নিয়ে গিয়েছে চারচাকার গাড়ি। পুলিশের নিষ্ক্রিয়তা বেরিয়েও পড়েছে। দেশে অর্থনীতির বেহাল দশাও স্পষ্ট হয়েছে কর্মহীনতার তথ্যে। বেসরকারি সমীক্ষা দেখিয়েছে ডিসেম্বরে কর্মহীনতার হার ১৬ মাসে সর্বোচ্চ। জিনিসের দাম মারাত্মক। 

শাহ বুঝিয়েছেন ২০২৪’র ভোটে বিজেপি’র সহায় রামমন্দির। 

Comments :0

Login to leave a comment