Reliance Jute Mill

যুযুধান সাংসদ ও বিধায়ক, বন্ধ হল জুট মিল

রাজ্য

Reliance Jute mill



বন্ধ হয়ে গেলো কাঁকিনায়ের রিল্যায়েন্স জুট মিল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে কাজ বন্ধের নোটিশ মিল গেটে লাগিয়ে দেয়ে মিল কর্তৃপক্ষ। সোমবার সকালে মিল গেটের সামনে এসে শ্রমিকরা এই নোটিশ দেখতে পায়ে। কাঁকিনাড়া রিল্যায়েন্স জুট মিলে গত কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছিল। এই জুট মিলের দখলদারি কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের সাংসদ অর্জুন সিং ও বিধায়েক সোমনাথ শ্যামের মধ্যে লয়েই চলছিলো। যার রেশ মিলের ভেতরে শ্রমিকদের ওপরে এসে পড়ে। জগদ্দল ও কাঁকিনায়ে এলাকায়ে এই দুই নেতার দখলদারির রাজনীতি শ্রমিকদের রুটি রুজির ওপর ভয়াবহ আঘাত এনেছে।

 কাঁকিনায়ের রিল্যায়েন্স জুট মিলের ভেতরে শ্রমিকদের মধ্যে মারপিট হয়ে। এই বিষয়ে ভাটপায়ে থানায়ে অভিযোগ দায়ের হয়ে। একজন শ্রমিককে পুলিশ মিলের ভেতর থেকে ধরে নিয়ে যায়ে। এরপর তাকে পুলিশ ছেড়েও দেয়। মিলের ভেতরে মারপিটের ঘটনায় অভিযুক্ত ওই শ্রমিককে মিল কর্তৃপক্ষ কাজের থেকে বসিয়ে দেয়। রবিবার দিন ঐ শ্রমিক কাজে আসলে মিল কর্তৃপক্ষ তাকে কাজে ঢুকতে বাধা দেয়। সোমবার থেকে তাঁকে কাজে নেওয়া হবে একথা জানিয়ে দেওয়া হয়। কিন্ত কিছু শ্রমিক দাবি করে আজকেই কাজে নিতে হবে। এরপর ওয়াইন্ডিং বিভাগের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মিল থেকে চলে যায়। যার ফলে মিলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর মিল কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করেন। কিন্ত শ্রমিকরা কাজে যোগ দেয় নি। কিছু মিল শ্রমিকদের অভিযোগ, মিলের ভেতরে শ্রমিকদের মধ্যে গন্ডগোলের জন্য দায়ী তৃণমূলের সাংসদ ও বিধায়ক। যার ফলেই এই মিল বন্ধ হয়ে গেলো। কাঁকিনায়া রিল্যায়েন্স জুট মিলে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। 

Comments :0

Login to leave a comment