‘ডাইনি’ অপবাদ দিয়ে খুন করা হয়েছিল এক মহিলাকে। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতে পাঁচ সাজাপ্রাপ্তের পক্ষে আবেদন জানানো হয়েছিল যাতে দণ্ড লঘু করা যায়। বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্ক মিত্তল সেই আবেদন খারিজ করেছেন। শীর্ষ আদালত বলেছে, ‘‘সাজাপ্রাপ্তরা দল বেঁধে পরিকল্পনা করে হত্যা করেছিল ওই মহিলাকে। বাড়ি ঘেরাও করে রেখেছিল। যাবজ্জীবনের সাজা ঘোষণায় কোনও ত্রুটি নেই।
২০১০’র জুলাইয়ে অভিযুক্তদের সাজা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় নিহত মহিলা এবং তাঁর পুত্রবধূকে দিনের শেষে কাজ থেকে ফেরার পর আক্রমণ করা হয়। নির্মম ভাবে অত্যাচার চলে। মারা হয় ধারালো অস্ত্র দিয়ে। টাঙ্গি, কুড়াল, লাঠি নিয়ে হামলা চালায় এই পাঁচ ব্যক্তি।
ওই মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দেওয়া হয় হত্যাকাণ্ডের আগে। প্রচার করা হয় যে তাঁর জন্য গ্রামে বিপদ হচ্ছে। কুসংস্কার এবং অন্ধত্বকে ব্যবহার করা হয় হামলার আগে।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, ‘‘মহিলার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা না হলে এ ধরনের আঘাত থাকত না।’’
Comments :0