SC warns Baba Ramdevs Patanjali

মিথ্যা বিজ্ঞাপন নিয়ে পতঞ্জলিকে ‘সতর্ক’ করল আদালত

জাতীয়

burma civik war india mizoram bengali news

মঙ্গলবার সুপ্রিম কোর্ট রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদকে তাদের পণ্যগুলিতে কিছু রোগ "নিরাময়" হিসাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর দাবি করার পরিপ্রেক্ষিতে সতর্ক করে দিয়েছে এবং বলেছে যে আদালত সংস্থাটিকে প্রতি পণ্যের জন্য ১ কোটি টাকা জরিমানা করার বিষয় বিবেচনা করবে।
বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহ ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি পিটিশন বিবেচনা করছিল। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।
‘‘পতঞ্জলি আয়ুর্বেদের এই ধরনের সমস্ত মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে, বিচারপতি আমানুল্লাহ মৌখিকভাবে বলেন। তিনি আরও বলেন, ‘‘আদালত এই ধরনের যে কোনও নিয়ম লঙ্ঘনকে গুরুত্বসহকারে বিবেচনা এবং আদালত প্রতিটি পণ্যের উপর ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপের বিষয় বিবেচনা করবে।’’ 
প্রসঙ্গত, পতঞ্জলির বিজ্ঞাপনে ধারাবাহিকভাবে অ্যালোপ্যাথি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি কটাক্ষ করার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়।

Comments :0

Login to leave a comment