সিরিয়ার অস্থিরতার সুযোগ নিয়ে জমি দখলে নেমেছে ইজরায়েল। দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিতর্কিত গোলান হাইটসের যতটা সম্ভব দখল করার নির্দেশ ইজরায়েলী সেনাকে দেওয়া হয়েছে। এই বক্তব্যের সূত্র ধরে রবিবার দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা অঞ্চলে ইজরায়েলের মেরকাভা সামরিক ট্যাঙ্কের দেখা মিলেছে। সিরিয়া সীমান্তের প্রায় ২০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইজরায়েলী সেনা। তেল আভিভের দাবি, সিরিয়ার দখল নেওয়া সন্ত্রাসীদের হাত থেকে ইজরায়েলকে সুরক্ষিত রাখতে নতুন করে বাফার জোন তৈরি করা হচ্ছে।
বাফার জোন তৈরির পাশাপাশি রবিবার সিরিয়া জুড়ে ১০০ নিশানায় বিমান হানা চালিয়েছে ইজরায়েল। দামাস্কাসের অদূরে মেজ্জা বিমানঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইজরায়েল। তাদের দাবি, বিদ্রোহীরা যাতে যুদ্ধবিমান ও অস্ত্রভান্ডারের দখল না পায়, তাই এই উদ্যোগ। এর পাশাপাশি দামাস্কাসে শুল্ক বিভাগ, সামরিক ইন্টেলিজেন্স বিভাগের সদর দপ্তর ও একাধিক গবেষণা কেন্দ্রে বিমানহানা চালিয়েছে ইজরায়েল।
বিমানহানার পাশাপাশি নেতানিয়াহু দাবি করেছেন, তার 'সুচতুর মস্তিষ্কের' ফলেই সিরিয়ায় ক্ষমতার হাতবদল ঘটানো সম্ভব হয়েছে। তিনি বলেছেন, "ইরান এবং হেজবোল্লার সাহায্যেই আল-আসাদ ক্ষমতায় টিকে ছিল। আমরা বিমান হানা চালিয়ে হেজবোল্লা এবং ইরানকে দুর্বল করে দিয়েছি বলেই এত সহজে আল-আসাদকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়েছে।"
Comments :0