Bangladesh

বাংলাদেশে ব্যবসায়ীকে গুলি করে, গলাকেটে খুনের অভিযোগ

আন্তর্জাতিক

মৌলবাদী বাহিনীর তাণ্ডব, দল বেঁধে পিটিয়ে হত্যা, গুলিকরে খুন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ অব্যাহত বাংলাদেশে। শরিফ ওসমানি হাদির মৃত্যুর পর বাংলাদেশের ময়মনসিংহে মৌলবাদী উন্মত্ত জনতা বস্ত্র শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যা করেছে। তার পর তোলাবাজির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে সংখ্যালঘু এক যুবককে। ময়মনসিংহের ভালুকায় একটি বস্ত্র কারখানায় এক নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত হয়েছেন বজেন্দ্র বিশ্বাস নামে এক নিরাপত্তা কর্মী। ৩১ ডিসেম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাবসায়ীকে কুপিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়। পরে তাঁর মৃত্যু হয় হাসপাতালে। সোমবার সন্ধ্যায় বাংলাসেশের যশোরের মনিরামপুরে কপালিয়া বাজারে এক বরফকল ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। প্রশাসন ও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মৃতের রানা প্রতাপ বৈরাগী(৪৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা। মনিরামপুরের কপালিয়া বাজারে তাঁর একটি বরফ তৈরির কারখানা রয়েছে। তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এলাকায় তিনি কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগ। তিনি জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত বলে জানা গেছে। 
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় এদিন সন্ধ্যায় রানা প্রতাপ তাঁর বরফকলে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটরসাইকেলে তিন দুষ্কৃতী তাঁকে ডেকে একটি গলিতে নিয়ে গিয়ে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু চিশ্চিত করতে তাঁর গলা কেটে ফেলা হয়। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ রজিউল্লাহ খান বলেন, ‘‘রানা প্রতাপ বৈরাগীর মাথায় তিনটি গুলি করে এবং গলা কেটে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের পাঠানো হচ্ছে। খুনের কারণ জানা যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এই খুনের ঘটনার তদন্ত করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment