SAGARDIGHI VOTE PERCENTAGE

সাগরদিঘিতে বাম-কং ভোট ১৯.৪৫% থেকে ৪৭.৩৫%

রাজ্য জেলা

২০২১ এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৫০.৯৫ শতাংশ ভোট। ২০২৩ এর নির্বাচনে তারা পেয়েছে  ৩৪.৯৪ শতাংশ ভোট। কমেছে  ১৬.০১ শতাংশ ভোট ।  আবার বিজেপি ২০২১’র ভোটে  ২৪.০৮ শতাংশ ভোট পেয়েছিল। এবার বিজেপি প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন  ১৩.৯৪ শতাংশ। কমেছে  ১০.১৪ শতাংশ ভোট। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৭.৩৫ শতাংশ ভোট। ২০২১ এর নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত  কংগ্রেস প্রার্থী পান  ১৯.৪৫ শতাংশ ভোট। বেড়েছে ২৭.৯ শতাংশ ভোট। 

জয়ের পর  প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, “বাইরন বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস এবং তাঁর সাথে বামেদের সমর্থন রয়েছে। তৃণমূল বিজেপির দালালি করে এটা পরিষ্কার।’’ 

সাগরদিঘির মানুষকে অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা। জামির মোল্লা বলেন, ‘‘মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে তৃণমূল, বিজেপি জিতবে না সেটা এই নির্বাচন প্রমাণ করল। তৃণমূলের শুধুই  দুর্নীতি চালিয়েছে, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করেনি, শুধুই ভাঁওতা দিয়েছে। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন সাগরদিঘির মানুষ।’’

Comments :0

Login to leave a comment