Senior Muslim leader quits JD(S)

এনডিএ জোটে যোগ দেওয়ার প্রতিবাদে জেডিএস ছাড়লেন প্রবীন নেতা

জাতীয়

এনডিএ জোটের অংশ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়ায় জনতা দল সেকুলার থেকে পদত্যাগ করলেন প্রবীণ নেতা তথা জেডিএস এর সহ সভাপতি সৈয়দ সৈফুল্লাহ। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পরিচালিত এনডিএ জোটের শরিক হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদে তার এই সিদ্ধান্ত। ‘‘জেডিএস এমন একটি জোটে গেছে যা সম্প্রদায় এবং জাতিগত বিভেদ সৃষ্ট করে। আমি গত ৩০ বছর ধরে দলের সাথে ছিলাম। আমাদের দল ধর্মনিরপেক্ষতার ওপর দাঁড়িয়ে আছে...এখন আমার দল যদি এমন একটি দলের সাথে হাত মেলায় যারা বিভেদ সৃষ্ট করে, সম্প্রদায়িক এজেন্ডা প্রচার করে এবং কাজ করে আমি তার বিরোধীতা করি,’’ তিনি বলেন।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই লোকসভার বিশেষ অধিবেশন চলাকালীন মায়াবতীর বিএসপি সাংসদকে সাম্প্রদায়িক অপমান করে বিজেপির রমেশ বিধুরি। বসপার সাংসদ দানিশ আলিকে ‘চরমপন্থী’, ‘উগ্রবাদী’ ‘কাটুয়া’র মত শব্দ ব্যবহার করে কার্যত অপমান করেন রমেশ বিধুরি। ‘‘‘ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী),’’’ বিধুরীকে অধিবেশন চলাকালীন চিৎকার করতে শোনা যায়। তিনি আলীকে ‘‘মুসলমান আতঙ্কবাদী, দালাল এবং কাটুয়া’’ বলে কটাক্ষ করেন। ‘‘‘বাহার ফেঁকো ইস মুল্লে কো (এই মুসলমিকে বাইরে ছুঁড়ে ফেলো),’’’ দক্ষিণ দিল্লির সাংসদ বিধুরি বলেছিলেন।

এই সাম্প্রদায়িক মন্তব্যগুলি দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

Comments :0

Login to leave a comment