Fire Crackers

নিষিদ্ধ বাজি ও ডিজে বর্জনের আহ্বান জানিয়ে মিছিল

জেলা

 

দীপাবলী হোক আলো আর আনন্দের। নিষিদ্ধ বাজি ও ডিজে বর্জন করুন। শব্দবাজি বাদ দিয়ে আলোর উৎসবকে আলোকিত করার আহ্বান জানানো হলো স্বেচ্ছাসেবী সংগঠন হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মিছিল থেকে। শুক্রবার বিকেলে কাঞ্চনজঙ্গা ক্রীড়াঙ্গনের সুইমিং পুলের সামনে থেকে শুরু হয়ে শহরের হিলকার্ট রোড ধরে মিছিল এয়ার ভিউ মোড়ে এসে শেষ হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য থেকে শুরু করে চিকিৎসক, সাংষ্কৃতিক জগতের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিনের মিছিলে পা মেলান। শিলিগুড়ি জার্নালিস্টস্‌ ক্লাবের পক্ষ থেকেও সাংবাদিকরা মিছিলে অংশগ্রহণ করেন। 
মিছিল শেষে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)’র প্রোগ্রাম কো—অর্ডিনেটর অনিমেষ বসু এদিন জানিয়েছেন, সবুজ বাজির নামে দেদার নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছে। সর্বোচ্চ আদালতে নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময় রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত নিষিদ্ধ বাজিকে বর্জন করে সবুজ বাজির সাথে দীপাবলী উৎসবে মেতে উঠুন। শব্দ দূষণ এড়াতে ডিজে ব্যবহার থেকে বিরত থাকুন। সচেতনতাই বড় বিষয়। শহর ও সংলগ্ন এলাকার পরিবেশ, পশুপাখীদের কথা চিন্তাভাবনায় রেখে এবছর নিষিদ্ধ বাজি ফাটানো ও পোড়ানো থেকে বিরত থাকার বার্তা ছড়িয়ে দিতেই আজকের মিছিল। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সতর্ক দৃষ্টি ও সক্রিয় ভূমিকা গ্রহণের আবেদন জানান তিনি। 

Comments :0

Login to leave a comment