Siliguri Student died

অভিযোগ হাম-রুবেলার টিকা নিয়ে অসুস্থ, ছাত্রীর মৃত্যু হাসপাতালে

রাজ্য

Siliguri Student died

অষ্টম শ্রেনির পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাতাসি এলাকায়। অনন্যা সরকার (১৩) নামের ছাত্রীটি খড়িবাড়ি ব্লকের বাতাসির শ্যামধন জোত উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে পড়াশুনা করতো। জানা গেছে, সোমবার স্কুলের অন্যান্য পড়ুয়াদের সাথে স্কুল থেকেই হাম ও রুবেলার ভ্যাকসিন নিয়েছিলো ছাত্রীটি। ভ্যাকসিন নেবার পরে স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে থাকার সময় অনন্যার কোন শারিরীক সমস্যা হয়নি। 

কিছু সময় পড়ে স্কুলের অন্যান্যদের সাথে খেলাধূলা করেছিলো সে। এরপর স্কুলের মিড ডে মিলের খাবারও খায়। কিন্তু বাড়ি ফেরার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লে ছাত্রীটিকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রীটির শারিরীক অবস্থার আরো অবনতি ঘটে। এরপরেই চিকিৎসক শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সোমবার বিকেলে শিলিগুড়ি জেলা হাসপাতালের নিয়ে আসা হলে সোজা ছাত্রীটিকে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি নেওয়া হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক জানান, চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালের আইসিইউ’তেই মারা যায় অষ্টম শ্রেনী পড়ুয়া।

Comments :0

Login to leave a comment