Skeleton Found

ব্যাগ খুলতেই নর কঙ্কাল, চাঞ্চল্য শ্যামপুরে

জেলা

Skeleton Found


কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শ্যামপুরে। শনিবার সকালে শ্যামপুর ব্লকের ডিহি মন্ডল ঘাট ২ নং গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে রাস্তার পাশে ব্যাগের মধ্যে থেকে নর কঙ্কাল উদ্ধার হয়। সকালে পথচারীরা ব্যাগটি দেখতে পায়। তাদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় শ্যামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতর দিয়ে নর কঙ্কাল উদ্ধার করে। গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে কিভাবে ব্যাগের মধ্যে নর কঙ্কাল এলো? তার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে অনেকগুলি প্রশ্ন আসছে। এই সময়কালে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এলাকায় অনেকেই নিখোঁজ আছেন। এছাড়াও অনেকগুলি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যার সবগুলি দুর্ঘটনা বা আত্মহত্যার ঘটনা নয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা নইম মল্লিক জানিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম লোকের ভীড়। আমি অনেক লোক দেখে দাড়ালাম। তারপর দেখলাম একটি খুলি ও কিছু হাড়গোড়। সম্ভবত ওটা মানুষের কঙ্কাল। এর পাশে একটি ‘স’ মিল আছে। ওই মিলের মালিক টিফিন করার জন্য এই পথ দিয়ে আসছিল। তখন সে দেখতে পায় ব্যাগটি কুকুর টানছিল। কঙ্কাল দেখে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে তার কর্মচারীরা উদ্ধার করে। পরে পুলিশ আসে কঙ্কালটি উদ্ধার করে।


 

Comments :0

Login to leave a comment