Mid Day Meal Snake

মিড ডে মিলে সাপ, অসুস্থ ২০ জন ছাত্রছাত্রী

জেলা

Snake Found in Mid Day Meal


বিদ্যালয়ের মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ২০ জন ছাত্রছাত্রী। অভিযোগ সেই খাবারে একটি মরা সাপ ছিল। অসুস্থদের প্রথমে সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের শারিরীক অবস্থার অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার ময়ূরেশ্বর-২ব্লকের মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন রামপুরহাট  হাসপাতালে ওই ছাত্র-ছাত্রীদের দেখতে যান সিপিআই(এম) এর এক বীরভূম জেলার প্রতিনিধি দল। সেই দলে ছিলেন পার্টি নেতা দীপঙ্কর চক্রবর্তী, সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, সুশান্ত মন্ডল সহ স্থানীয় নেতৃত্বরা।


হাসপাতালেই ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করে জানান, ছাত্র-ছাত্রীদের যখন দুপুরে খাবার দেওয়া হয় তখন ডালের বালতি'তে একটি মৃত সাপ পড়ে থাকতে দেখা যায়। এর ফলে বিদ্যালয়ের ২০ জন ছাত্রী-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনকে রামপুরহাট হাসপাতালে রেফার করা হয়। এই নিয়ে গ্রামবাসীরা নিক্ষোভ দেখান বিদ্যালয়ে। খাবারে কি ভাবে সাপ পড়লো এই নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন পার্টি নেতৃবৃন্দ।
 

Comments :0

Login to leave a comment