Presidency Sujan Chakraborty

তৃণমূল ঠিক করবে কেন? প্রেসিডেন্সি প্রসঙ্গে চক্রবর্তী

রাজ্য

Presidency Sujan Chakraborty

সরস্বতী পুজো হবে কিনা ঠিক তো করবে ছাত্র সংসদ। তৃণমূলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে পুজোর বিষয় ঠিক করবে কেন? 

রবিবার সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা সুজন চক্রবর্তী। সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেছেন, নির্বাচিত ছাত্র সংসদ অন্য কলেজগুলিতে নেই। বেআইনিভাবে পুজো করে তৃণমূলের ছাত্র সংগঠন। 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পুজোর জন্য ২৫ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠান করার অনুমতি চেয়েছে তৃণমূলের ছাত্র সংগঠন। তৃণমূলের অভিযোগ, কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এই অবস্থায় সংবাদমাধ্যমে ‘তৃণমূলের পুজো হবেই’ বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

প্রেসিডেন্সিতে বিজেপি বা তৃণমূল ছাত্র সংসদের ভোটে ঠাঁই পায় না। এই প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্র সংসদ রয়েছে। যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের দাবির সপক্ষে প্রচার করতে পারে কোনও ছাত্র সংগঠন। কিন্তু নির্বাচিত ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিয়নই সব ছাত্রছাত্রীর স্বীকৃত প্রতিনিধি। ছাত্রছাত্রীরা ভর্তির সময় ছাত্র সংসদের তহবিলেও অর্থ দেন। স্বীকৃত সংসদই সেই অর্থ খরচ করতে পারে। তৃণমূল সরকার বেশিরভাগ কলেজে ছাত্র সংসদের ভোট আটকে রেখেছে। 

এই প্রসঙ্গেই চক্রবর্তী বলেছেন, ইউনিয়ন তহবিলের অর্থ তৃণমূলের ছাত্র সংগঠনের হাতে দেওয়া যায় না। কিন্তু তা হচ্ছে। 

   

Comments :0

Login to leave a comment