Supreme Court hearing on same sex marriage

সোমবার সম লিঙ্গে বিবাহ নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে

জাতীয়


সম লিঙ্গে বিবাহের আইনি বৈধতা নিয়ে সু্প্রিমকোর্টে শুনানী হবে সোমবার। আদালতের ওয়েবসাইট অনুযায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি জে বি পরদিওয়ালার বেঞ্চেই হবে শুনানী। এর আগে জানুয়ারীতে দিল্লি হাইকোর্ট সমলিঙ্গে বিবাহ সংক্রান্ত মামলার একগুচ্ছ আবেদন নিয়ে সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে। তা নিয়ে গত ৬ জানুয়ারী উচ্চতম আদালত দেশের অন্যান্য সব আদালতে এই সংক্রান্ত যত মামলা রয়েছ সেগুলো একত্রিত করার সিদ্ধান্ত। তারই শুনানী হবে সোমবার।


নভেম্বরে সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল কে ভেঙ্কটারমনির কাছে নোটিস পাঠিয়ে সম লিঙ্গে বিবাহ নিয়ে কেন্দ্রের কি অবস্থান তা জানতে চায়। সেই সঙ্গে একাধিক সম লিঙ্গ যুগল সুপ্রিম কোর্টের কাছে বিশেষ বিবাহ আইনে তাদের বিবাহের আইনি স্বীকৃতি দাবি করে। কিন্তু বর্তমানে বিশেষ বিবাহ আইনে সম লিঙ্গে বিবাহ আজ পর্যন্ত আইনত স্বীকৃত নয়। 

[ad}
কেন্দ্রে পাল্টা দাবি সম লিঙ্গ বিবাহ ভারতীয় সংস্কৃতির পরিপন্থি ও শারীরবৃত্তিয় ভাবেও সঠিক নয়। কেন্দ্রের আরও দাবি সম লিঙ্গে বিবাহ স্বীকৃতি পেলে পরিবেশের ভারষাম্য নষ্ট হবে। ২০১৮ পাঁচ জন বিচারপতির বেঞ্চ আইনি প্রকৃয়ার মাধ্যমে সমকামিতাকে স্বীকৃতি দেয়। সেই বিচারপতির বেঞ্চে ছিলেন বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

Comments :0

Login to leave a comment