SUJAN CHAKRABORTY

পিসি-ভাইপো’র সম্পত্তি বৃদ্ধির
পরিণতি কী, প্রশ্ন চক্রবর্তীর

রাজ্য

SUJAN CHAKRABORTY

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সপরিবারে জেলে। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি দাবি করছেন বিজেপি নেতা অমিত শাহেরও জেলে থাকা উচিত। কারণ আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পদ। তা’হলে পিসি-ভাইপোর কী একই পরিণতি হওয়া উচিত নয়? 

মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। অভিষেকের যুক্তি, অনুব্রত মণ্ডলের দেড়শো গুণ সম্পদবৃদ্ধির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্রের সম্পত্তি বেড়েছে আটশো গুন। অনুব্রতকে কন্যাসহ জেলে যেতে হলে অমিত শাহ নয় কেন। 

চক্রবর্তী বলেন, ‘‘কারোরই বিচারের বাইরে থাকার কথা নয়। কিন্তু আদালতে কি অমিত শাহের সম্পত্তি বৃদ্ধি জানিয়ে মামলা করেছেন অভিষেক?’’ সেই সঙ্গেই তিনি বলেছেন, ‘‘পিসি-ভাইপোর সম্পত্তি বৃদ্ধির বিচারে কী একই পরিণতি হওয়া উচিত নয়?’’ 

রবীন্দ্রজয়ন্তীর দিনে রাজ্যে অমিত শাহের একাধিক অনুষ্ঠান প্রসঙ্গে চক্রবর্তী বলেন, ‘‘অভাবনীয় মাত্রায় রাজনীতি চলছে। তৃণমূল বলছে যে অমিত শাহ রবীন্দ্রনাথের জন্মস্থান বানিয়েছেন শান্তিনিকেতনকে! এমন বিকৃতি নিন্দনীয়। কিন্তু তৃণমূল নেত্রী একই অপরাধ করেছেন। মুখ্যমন্ত্রী অনশনরত মহাত্মাকে লেবুজল খাইয়েছেন রবীন্দ্রনাথকে দিয়ে। সেই অনশন হয়েছিল রবীন্দ্রনাথের মৃত্যুর পর। এই বিকৃতিও অপরাধ।’’ 

চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল এবং বিজেপি দু’দলই রবীন্দ্রভাবনার বিরোধী। ‘ধনগরিমার ইতরতা’ এবং বিভাজন, দুয়েরই বিপক্ষে সরব থেকেছেন রবীন্দ্রনাথ।’’ 

Comments :0

Login to leave a comment