Tubewell Jhalda

জলকষ্টে ঝালদা ব্লকের কয়েকটি গ্রাম

জেলা

Tubewell Jhalda দীর্ঘদিন ধরে নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। নেই সারাবার কোন উদ্যোগ।


গরম পড়ার আগেই তীব্র জলকষ্টে ভুগতে শুরু করেছেন পুরুলিয়ার ঝালদা দু'নম্বর ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম। স্থানীয় মরগুমা জলাধার থেকে নল বাহিত পানীয় জলের সরবরাহের জন্য টাইম কল দেওয়া হলেও সে কলে জল পড়ে না নিয়মিত। আবার বিভিন্ন গ্রামে গ্রামে যে সমস্ত নলকূপ আছে সে সমস্ত নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। সামান্য এক বালতি জল সংগ্রহের জন্য মানুষকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হচ্ছে। স্থানীয় প্রশাসনও স্বীকার করে নিয়েছে যে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কিন্তু সে সমস্যা দূর করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার মানুষজনের আশঙ্কা গরম পড়লে জল সংকট আরও তীব্র আকার ধারণ করবে।


পুরুলিয়া ঝালদা দু'নম্বর ব্লকের বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর, মুরগুমা, চাতনবাড়ি, মামুডি বেশ কয়েকটি গ্রামের মানুষ গত কয়েক মাস ধরে তীব্র জলকষ্টে ভুগছেন। গ্রামে গ্রামে নলকূপ থাকলেও সেই নলকূপ একবার খারাপ হলে তা সারাবার কোন উদ্যোগ নেয় না স্থানীয় পঞ্চায়েত। বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু গ্রামের নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে থাকা মুরগুমা জলধার থেকে জল উত্তোলন করে তা পরিশুদ্ধ করে নিয়ে জল সরবরাহের জন্য টাইম কল দেওয়া হয়েছিল। স্থানীয় মানুষজনের অভিযোগ সে টাইম কলেও নিয়মিত জল আসে না। যার ফলে এলাকার মানুষকে জল সংগ্রহের জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয়। প্রশাসনে বারে বারে জানানো সত্ত্বেও পানীয় জল সমস্যার সমাধানের জন্য দেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এইভাবে চলতে থাকে আগামী গ্রীষ্মে জলের জন্য আরো হাহাকার তৈরি হবে। 
 

Comments :0

Login to leave a comment