শিক্ষক-কর্মচারী আন্দোলনের যুক্ত মঞ্চ ১২ই জুলাই কমিটির আহ্বানে স্মার্ট মিটার চালুর করার সিদ্ধান্তের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে টিফিন বিরতিতে বিক্ষোভসভা হয়। সভায় বক্তারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই দুরভিসন্ধিমূলক পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আন্দোলন জোরদার করার আহ্বান জানান। স্মার্ট মিটার চালু হলে বিদ্যুতের মাশুল কেন বাড়বে তার সপক্ষে যুক্তিগুলো তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন মনোজিৎ দাস, রাজদীপ দত্ত, অপূর্ব বসু সহ কর্মচারী আন্দোলনের নেতৃবৃন্দ।
অন্যদিকে এলআইসিআই জলপাইগুড়ি ডিভিসনাল অফিসে টিফিনের বিরতিতে স্মার্ট মিটারের বিরোধিতায় বিক্ষোভসভা হয়। প্রতিবাদ জানান এলআইসিআই এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। বিস্তারিত আলোচনা করেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলি।
Comments :0