ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৬১। জানা গেছে গত রবিবার দিন তিনি কলকাতায় যান বিধানসভার অধিবেশনে যোগ দিতে। হোস্টেলেই রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সেখানেই মারা যান। ২০২১ সালের নির্বাচনে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। যদিও ইতিপূর্বে তিনি দুবার প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান। মাগুর মারি ২ নং গ্রামপঞ্চায়েতের ময়নাতলি গ্রামের বাসিন্দা এবং প্রাক্তন সেনা কর্মী ছিলেন তিনি। অল্প কয়েক বছর ধরে তিনি ধূপগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ পাড়ায় বসবাস করছিলেন। বিধায়কের পরিবার দলীয় সূত্র থেকে জানা গেছে বুধবার ভোরে দেহ ধূপগুড়ি আনা হবে। কয়েকঘন্টা পরিবারের সদস্যদের ও দলীয় সদস্যদের সামনে রেখে ময়নাতলি গ্রামে নিয়ে গিয়ে সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
Comments :0