JALPAIGURI SNAKE

পরিবেশপ্রমীর অক্লান্ত চেষ্টায় বাঁচল সাপ

জেলা

JALPAIGURI SNAKE বন্যপ্রাণ প্রেমীর যত্নে সুস্থ সেই সাপ।

পরিবেশকর্মীই বাঁচালেন মৃতপ্রায় একটি সাপকে। সাপটি বাড়িতে ঢুকে পড়ায় কার্বলিক অ্যাসিড ছড়ান বাসিন্দারা। ঘর থেকে বেরিয়ে কাছেই ঝিমিয়ে পড়ে ছিল সেই সাপ। 

জলপাইগুড়ি হাই স্কুলের সামনে ওই বাড়ির বাসিন্দারা আতঙ্কে ফোন করেন অনেক জায়গায়। জানা গিয়েছে, জেলা শাসকের কার্যালয় থেকে যোগাযোগ দেওয়া হয় পরিবেশ কর্মী বিশ্বজিত দত্ত চৌধুরীর। তিনিই দ্রুত পৌঁছান ওই বাড়িতে। 

এই পরিবেশ ও বন্যপ্রাণ প্রেমীর এমন অভিজ্ঞতা রয়েছে। তিনি দাঁড়াশ সাপটির সুশ্রূষা শুরু করেন। কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু করার চেষ্টা করেন। এই সাপ নির্বিষ। সঙ্গে থাকা কয়েকটি ওষুধ দেন। পরিষ্কার জলে স্নান করিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাপটিকে। অক্লান্ত চেষ্টা করেন সাপটিকে সুস্থ করার। সাপটি নড়াচড়া শুরু করলে বিশ্বজিৎ দত্ত চৌধুরী সেটিকে নিজের বাড়ির পেছনের জঙ্গলে ছেড়ে দেন। 

Comments :0

Login to leave a comment