Youth killed

নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে মারার অভিযোগ

জেলা

Youth killed


নেশামুক্তি কেন্দ্রে ছেলেকে চিকিৎসার জন্য পাঠিয়েছিল পরিবার। কিন্তু, সেখানে চিকিৎসার পরিবর্তে পিটিয়ে মেরে ফেলা হল ছেলেকে। এমনই অভিযোগ উঠছে হাওড়ার দাসনগরে নেশা মুক্তি হোমের বিরুদ্ধে। নিহত যুবকের নাম শুভজিৎ ঘরামী(৩১০। বাউড়িয়া বুড়িখালির বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে শুভজিৎকে ওই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন। বুধবার সকালে যুবকের পরিবারকে মৃত্যুর খবর দেয় হোম কর্তৃপক্ষ। 


নিহতের পরিবারের অভিযোগ মঙ্গলবার রাতে হোমের মধ্যেই হাত পা বেঁধে শুভজিৎকে মারধোর করা হয়। অথচ হোম কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানান। মঙ্গলবার রাতে মারধর করার ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই শুভজিতের পরিবারের সদস্যরা হোমে এসে দেখে মাটিতে পড়ে আছে শুভজিতের মৃতদেহ। পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় হোমের ভিতরে লাগানো সিসিটিভি থেকে তারা দেখতে পান শুভজিৎকে হাত পা বেঁধে মারধোর করার ছবি। পরিবারের সদস্যদের অভিযোগ মারা যাওয়ার পর ডাক্তার না দেখিয়ে কেন মৃতদেহ হোমে ফেলে রাখা হলো। বুধবার বেলায় শুভজিতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে দাশ নগর থানার পুলিশ হোমে এসে মৃতদেহ হাওড়া হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দাশ নগর থানার পুলিশ। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


 

Comments :0

Login to leave a comment