Imran Khan arrest warrant

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমারান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি। তোশখানা মামলা সহ এক মহিলা বিচারপতিকে হুমকি দেওয়ার ঘটনায় সোমবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ইমরান খানের। ইসলামাবাদের দুটি জেলা ও সেশন কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তেহেরিক-ই-ইনসাফ চেয়ারম্যানের। যদিও আদালতে নিরাপত্তার কারণ দেখিয়ে ইমরানের আইনজীবী হাজিরা থেকে ছাড়পত্র চেয়েছিল। কিন্তু আদালত সেই দাবি নাকোচ করে ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।


আগামী ২৯ মার্চ আদালতে হাজিরা দিতেই হবে ইমরান খানকে। গত আগষ্টে একটি সভায় বক্তৃতা রাখতে গিয়ে ৭০ বছরের এই বর্ষিয়ান নেতা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন আদালতের বিচারপতি জেবা চৌধুরীকে হুমকি দেয় বলে অভিযোগ। শেহবাজ গিলের উদাহরণ টেনে, তার দলের কর্মীদের বিরুদ্ধে বিরুপ আচরন করছে পাকিস্তান পুলিশ ও ওই বিচারপতি এই অভিযোগ এনে এর ফল ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিলেন ইমরান। তারপরেই ইসলামাবাদে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যদিও তারপরে আদালতের কাছে হলফনামা দিয়ে জেবা চৌধুরী নামে ওই বিচারপতির কাছে ক্ষমা চান তিনি। তারপরে ইসলামাবাদ আদালত থেকে মামলাটি তুলে নিলেও জেলা আদালত থেকে তোলা হয়নি।

Comments :0

Login to leave a comment