Gaza

নিরাশ্রয় প্যালেস্তিনীয়দের তাঁবুর ওপরও বোমা ইজরায়েলের

আন্তর্জাতিক

আর কোনও আশ্রয় নেই। তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে গাজার বাসিন্দাদের। নিয়ম করে নিরাশ্রয় এই বাসিন্দাদের ওপর বোমা ফেলছে ইজরায়েল। সোমবার দুপুরে গাজার দক্ষিণে খান ইউনুসে বোমায় একাধিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রবিবার রাতে গাজার প্রশাসন জানিয়েছিল দক্ষিণ অংশে রাফা এবং খান ইউনুসে পরপর বসতি এলাকায় ইজরায়েল হামলা চালিয়েছে। চব্বিশ ঘন্টার মধ্যে নিহতে সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে। 
সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে।
রবিবারও গাজার প্রতিরোধী গোষ্ঠী হামাস ইজরায়েলের পাশাপশি তীব্র নিন্দা করেছে আমেরিকার। হামাস বলেছে, আমেরিকার পুরোপুরি মদত রয়েছে বলেই ধারাবাহিক গণহত্যা চালিয়ে যেতে পারছে ইজরায়েলের সেনা। এমনকি ইজরায়েলের নাগগরিকরা যুদ্ধবিরতি চাইলেও ট্রাম্প এবং নেতানিয়াহু তা হতে দিতে চাইছেন না। 
মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতেহ আল-সিসি এদিন বলেছেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইজরায়েলকে প্রথমে ত্রাণ ঢোকার অনুমতি দিতে হবে। প্যালেস্তাইনের বাসিন্দাদের নিজের দেশ থেকে জোর করে উচ্ছেদ করার নীতি কোনোভাবেই মানা সম্ভব নয়।
উল্লেখ্য, গাজা থেকে প্যালেস্তিনীয়দের তাড়িয়ে পুরো এলাকা দখল করে ‘পুনর্গঠনের’ লক্ষ্য ঘোষণা করেছেন ট্রাম্প। ইজরায়েলের সেনা সেই লক্ষ্যেই গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক বসতি।

Comments :0

Login to leave a comment