পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ’র ওপর নজরদারিতে কমিটি গড়ল কেন্দ্র। সারা দেশে যদিও দাবি উঠেছে এনটিএ-কে বাতিলই করে দিতে হবে।
সুবোধ সিংকে সরিয়ে প্রদীপ সিং খারোলাকে এনটিএ’র প্রধান করল কেন্দ্র।
শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে সাত সদস্যের এই কমিটির কাজ হবে এনটিএ’র কাজে স্বচ্ছতা আনা। কমিটির প্রধান হবেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরো‘র প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণন। এইমস’র প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজে রাও, আইআইটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমেরিটাস অধ্যাপক কে রামমূর্তিও।
এনটিএ যাতে বাতিল না করতে হয় কেন্দ্র তার জন্য সব রকমের প্রয়াস চালাচ্ছে। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরীক্ষায় অসৎ কার্যকলাপ রোধ আইন চালু করার নোটিস জারির সিদ্ধান্ত জানিয়েছে। এ বছরেই ফেব্রুয়ারিতে সংসদে পাশ হয়েছিল এই আইন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘‘মনে রাখতে হবে অসৎ কার্যকলাপ রোধ আইন কিন্তু প্রয়োগ করা হবে অন্যায়টি হয়ে যাওয়ার পর। যেমন, প্রশ্ন ফাঁস হলে জড়িতদের কী শাস্তি হবে তা বলা রয়েছে আইনে। পরীক্ষা প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁসের প্রবণতা তাতে বন্ধ হবে না। আইন দরকার। কিন্তু বেনিয়ম বন্ধ করতে হলে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি স্তরে স্বচ্ছতা প্রয়োজন। সরকার এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।’’
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানাচ্ছে যে নতুন কমিটি পেপার সেটিং থেকে পরীক্ষার বিভিন্ন পর্বে এনটিএ’র ভূমিকা খতিয়ে দেখবে।
এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করেছিল নরেন্দ্র মোদী সরকার। ২০১৭-তে পাশ হয় আইন। তারপর মেডিক্যাল প্রবেশিকা থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা, ইঞ্জিনিয়ারিং, ইউজিসি-নেট’র মতো জাতীয় স্তরের সব পরীক্ষার ভার দেওয়া হয়েছে এই সংস্থাকে। আর এই সংস্থাকে ঘিরেই উঠেছে বিপুল দুর্নীতির অভিযোগ।
শনিবারই উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা থেকে রবি অত্রি নামে একজনকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের পুলিশ। পুলিশের দাবি, এই অত্রি মেডিক্যাল নিট’র প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত। এর আগে পাটনায় একাধিক গ্রেপ্তারি হয়েছে নিট’র প্রশ্ন ফাঁসের তদন্তে।
Comments :0